Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা

খোকসা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও তথ্য নিন্মে দেওয়া হইল:-

১/ মাধ্যমিক বিদ্যালয় ২টি।

২/ প্রাথমিক বিদ্যালয় ২ টি।

৩/ মাদ্রাসা একটি।

(ক). মাধ্যমিক বিদ্যালয়:

 . মোড়াগাছা মাধ্যমিক বিদ্যালয় মোড়াগাছা মাধ্যমিক বিদ্যালয় ১৯৯৯ সালে স্থাপিত হয় এবং পাশের হার ৯০% । 

২. আলহাজ্ব সদর উদ্দিন খান  মাধ্যমিক বালিকা ‍ বিদ্যালয়  প্রতিষ্ঠাকাল: ০১-০১- ১৯৯৮ ইং। প্রধান শিক্ষক: মোঃ রিয়াজ উদ্দিন। পাশের হার: ১০০%

(ক) প্রাথমিক বিদ্যালয় ২ টি

মোড়াগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৯৩২ সালে স্থাপিত হয়।

    ২. শিক্ষা প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত বর্ণনা: বিদ্যা্লয়টি কুষ্টিয়া টু ঢাকা মহাসড়কের পাশে অবস্থিত। বিদ্যা্লয়টিতে ১টি একতালা ভবন ও একটি টিন শেড ভবন আছে । 

 

২ দুধরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়.খোকসা উপজেলাধীন খোকসা ইউনিয়নের হাসিমপুর মৌজায় ও দুধরাজপুর মৌজায় কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকার কারনে 1989 সালে আবুল কালাম আজাদ ও মৃতঃ বদরুজ্জা্মান সাহেবের নেতৃত্বে অত্র এলাকায় জনগনের সহযোগীতায় এই প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয় ।

 

৩. রতনপুর সরকারী প্রাথিমক বিদ্যালয় ১৯০০ সালে প্রতিষ্ঠিত হয়  । 

 

৪.হিলালপুর আলহাজ্ব সদরউদ্দিন খান ১৫০০ সরকারি প্রাথমিক বিদ্যালয় ,