Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
খোকসা গড়াই নদী
বিস্তারিত

কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার উপর দিয়ে প্রবাহমান পদ্মা নদীর প্রধান শাখা নদী গড়াই। খোকসা ইউনিয়নের সীমান্ত দিয়ে এ নদীটি প্রবাহিত হয়েছে। নদী পাড়ে বসবাসকারী জেলেরা এ নদী থেকে মৎস্য আহরণ করে তাদের জীবিকা নির্বাহ করে। এক সময়ে এ নদীর উপর দিয়ে বড় বড় নৌকা ও জাহাজ চলত  কিন্তু এখন  এ নদীটি দিন দিন তার গতি হারাচ্ছে। শুস্ক মৌসুমে নদীতে পানি শুকিয়ে যাওয়া একদিকে যেমন বেকার হয়ে  পড়ে নদী পাড়ের জেলেরা তেমনি নদীর বুকে পলি জমে দিন দিন ভরাট হয়ে যাচ্ছে নদীটি।